-->

মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মূল ভীত ছিল Personal Interest from National Platfrom.

মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মূল ভীত ছিল Personal Interest from National Platfrom.

Non-Cooperation Movement
Non-Cooperation Movement

১৯২০ খ্রিস্টাব্দে Non-Cooperation Movement ( অসহযোগ আন্দোলন ) শুরু করেছিল মহাত্মা গান্ধী। ওটা আজকের ভারত ছিল না, ওটা ছিল সেকালের ভারত। 

১৯২০ খ্রিস্টাব্দের ভারত, ৯০% মানুষ অশিক্ষিত, ৯০% মানুষ গরিব, ভারত কোনো রাষ্ট্রই ছিল না, ভারত ছিল ইংরেজদের গোলাম। এই পরিস্থিতিতে জন আন্দোলন (Non-Cooperation) শুরু করা। ভাবা যায় ? Indian National Congress- গান্ধীজির এই পদক্ষেপে অবাক হয়ে গিয়েছিলেন। কিভাবে সম্বভব? গান্ধীজি বলেছিলো আন্দোলনের সূত্র আমার জানা আছে। 

অনেকে বলে, মহাত্মা গান্ধী চরমপন্থী ছিলেন না, তিনি যুদ্ধে অংশ নেন নাই। মহাত্মা গান্ধী যুদ্ধ করে নাই? 

কে বলেছে? মহাত্মা গান্ধী যুদ্ধ করে নাই? তবে জাগরণ? ওই যুদ্ধের জন্য জাগরনের জম্ন কে দিয়েছিলো? - মহাত্মা গান্ধী।  

যদি জাগরনের জম্নই না হতো কে যুদ্ধ করতে আসত। যুদ্ধ অনেকেই করেছেন শুকদেব, রাজগুরু, ভগৎ সিং, সুভাষ চন্দ্র বস ইত্যাদি কিন্তু এই যুদ্ধের জন্য জাগরণ কে শুরু করেছিলেন। করতে যুদ্ধ ১৯০৪ খ্রিস্টাব্দে? কখনোই সম্ভব হতো না। 

আজকের কিছু মানুষ বলে (R = R) Relation depends on Religion । তবে Corona situation-এ যখন অক্সিজেনের দরকার ছিল, তখন নিজেদের Religion-র কাছে থেকে নিলেই পারতে। 

গান্ধীজি বলেছিলো আন্দোলনের সূত্র আমার জানা আছে। Relation,  R-র উপর নির্ভর করে না, C-র উপরও নির্ভর করে না, Relation নির্ভর করে Interest-র উপর (Relation depends upon interest)। যার কাছে জীবনের সূত্র আছে তাকে আপনি কিভাবে হারাবেন? 

Non-Cooperation Movement-র গোপন ভিত্তি ছিল Personal Interest from National Platfrom। গান্ধীজির এই সূত্র আন্দোলনের skeletal হিসেবে কাজ করেছে, যা কখনো সামনে আসে নাই।  

ব্যাক্তিগত সমস্যার প্রতিবাদ, কিন্তু কোথায় করা হবে? -রাষ্ট্রীয় প্লাটফর্মে। 

কয়েকটি উদহারণ দেখুন। ... পাঞ্জাবে হয়েছে Akali movement, উত্তর প্রদেশে হয়েছে Eka Movement, আসামে Quli movement ইত্যাদি। তুরস্কের সুলতান তথা খলিফাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে তাঁরা বিশ্বজোড়া আন্দোলন গড়ে তোলেন।  ভারতেও এই আন্দোলন হয় যা খিলাফত আন্দোলন নামে পরিচিত। মহাত্মা গান্ধী ইসলামের খিলাফত আন্দোলনকেও Non-Cooperation Movement-এ একত্রিত করতে সক্ষম হয়। 

প্রত্যেক অঞ্চলে মানুষের অধিকারের স্বার্থে ভিন্ন ভিন্ন আন্দোলন সংঘটন করা হয়েছে। সব অঞ্চলের এলাকাভিত্তিক আন্দোলনকে একত্রিত করে রাষ্ট্রীয় প্লাটফর্মে নিয়ে এসেছেন মহাত্মা গান্ধী।