কোন বিষয়টি USA-কে Superpower বানিয়েছে, আসুন জেনে নেই।
কোন বিষয়টি USA-কে Superpower বানিয়েছে, আসুন জেনে নেই।
![]() |
How USA become Superpower -Sudhangsu |
USA, যাকে আপনি Super-Power হিসেবে চিনেন, ১৭-তম শতাব্দীতে USA একটি বস্তি অঞ্চল ছিল যা ১৩টি কলোনীতে বিভক্ত ছিল। ১৮-তম শতাব্দীতে সার্ভভৌম দেশ (১৭৮৭ খ্রিস্টাব্দ) হিসেবে আবির্ভাব হয়। ১৯-তম শতাব্দীতে Economic Power অর্জন করে, ২০-তম শতাব্দীতে World Economic Power অর্জন করে, এবং ২১-তম শতাব্দীতে হয়ে যায় Super Power । একটি বস্তি অঞ্চল থেকে গল্প পৌঁছে যায় Super Power (রূপকথার কাহিনী বাস্তবেই ঘটে)।
আপনি যখনি কিছু বলবেন তথ্যের উপর কথা বলবেন বাস্তবতার উপর কথা বলবেন, ভরসা যোগ্য সাক্ষী নিয়ে কথা বলবেন, গল্পের কাহিনী পরিষ্কার ভাবে অনুভব করা যাবে।
১৭-তম শতাব্দীতে বস্তি অঞ্চল ২১-তম শতাব্দীতে Super Power! কিভাবে ? কি এমন কাজ করেছে, কি এমন ধাপগুলি গ্রহণ করেছে ? যার ফল তারা আজ পাচ্ছে। আমরাও তো ঠিক এমনটাই চাই। আমাদের বিকাশ হোক, আমাদের উন্নতি হোক, আমরা উচচ আসনে পৌঁছায়, মানুষ আমাদের চিনবে, আমাদের একটা সুনাম হোক।
আজ পৃথিবীর প্রত্যেক ব্যাক্তি University of Texas -এ পড়তে চায়। Columbia University -তে যেতে চায়, Stanford University থেকে কোনো না কোনো Course করতে চায়, Boston University-র ডিগ্রি চায়। বলতে পারেন বেশিরভাগ মানুষের স্বপ্ন এটা। Dr Bhimrao Ramji Ambedkar Columbia University-র ছাত্র ছিলেন। তারমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেকোনো রাষ্ট্র, সমাজ কিংবা পরিবারের তা হচ্ছে শিক্ষা। বলুন দেখি, Afghanistan-র কোনো এক University-র নাম? কোথায় নেই। বলুন কার স্বপ্ন আছে Afghanistan-এ গিয়ে পড়াশোনা করবে? কারু নেই।
ব্যাক্তি, রাষ্ট্র, সমাজ সবকিছু একসঙ্গে যদি 'শিক্ষার' উপর গুরুত্ব দেয়। প্রথমত, ওই বাক্তিও পরিবর্তন হবে, দ্বিতীয়ত সমাজও পরিবর্তন হবে, সাথে সাথে সম্প্রদায় পরিশেষে রাষ্ট্রও আপনা আপ পরিবর্তন হবে।
Dr B.R. Ambedkar নিজেই সবচেয়ে বড় উদহারণ। যে সমাজ তাকে কখনো স্কুলে অন্যদের সঙ্গে বসতে দেয় নাই সেই সমাজ তাকে পরবর্তীতে Drafting Committee-র (Indian Constitution) Chairman বানিয়েছিলো। A. P. J. Abdul Kalam স্যার আরো এক অন্যতম উদহারণ।
Post a Comment